খোলের নিচে ভাতের হাঁড়ি
প্রতিটা বাড়ানো হাতের শেষপ্রান্তে তৈরি হয় সেতু
একটি পতাকা পেট ফুলিয়ে মঞ্চ বেঁধে নেয়
হাওয়া বদলালে গোলাপ ভিন্নমুখী
আর বিশ্বাস শ্মশানে গুমরে মরে
শুধু ছায়া দেখে আমরা ঠান্ডার লেয়ার
নকল করি
ভ্রু কুঁচকে একটি প্রশ্নচিহ্ন সফল হয় নৈরাশ্যে
হে গাড়োয়ান,
তুমি কেবলই ক্লান্তিটাকে খোলের নিচে রেখে
ভাতের হাঁড়িতে ফোটাও
অতএব চোয়ালের নিচে প্রকৃতার্থ চুঁয়ে পড়ছে
একটি মন্তব্য পোস্ট করুন