ঘূর্ণিপাক


ভাবি ডুবে যায়
খুঁজে দেখি কি পাই
মৃত্যুর সুখ না জীবনের অসুখ
নদীর প্রাণ গড়ে প্রতিরোধ
ব্যাতিত দূষণ ছুটবে স্রোত
বিষণ্ণ অভিষ্ট পাশে, আস্থার বুদবুদ ভাসে
বয়ে চলে বহূ নিরুত্তর অস্থি
উর্বর পলি গ্ৰাস করে সুপ্ত বাসনা
সংযত হয় প্রতিযোগী
রয়েছে ভিন্ন পথ, ভিন্ন দিক, অন্য শপথ
আরো আছে প্রাণ,জাগ্ৰত মান
মোহনায় পৌঁছানোর বিধি অজানা
স্বভাবসিদ্ধ, নদীর জ্ঞাত ঢের বাঁক
অকস্মাৎ যদি ধেয়ে আসে ঘূর্ণিপাক

Post a Comment

নবীনতর পূর্বতন