জ্যেৎস্নার তাৎপর্য 

জ্যোৎস্নার তাৎপর্য ছিল ।  সমুদ্রের  অনুগামী হওয়া মানুষের ভ্রম
যাবতীয় সংখ্যাতত্ত্বের বাইরে গতকাল ছিল বুধবার আমি আর একটি শুক্রবারের অপেক্ষায় ছিলাম
রুটির মূলা নির্ধারণ করার জন্য 
তৃতীয় ব্যক্তির প্রয়োজন জরুরি  কিনা
রাষ্ট্র সে কথা বলেনি
আর একটি অনুপম দুপুর , আর একটি সুন্দর সকাল 
জীবন থেকে কোণাকুণি সরে গিয়ে
নিজেকে  রাখলাম শ্রেষ্ঠ আসনে
আমি জানি বাতাস গুনগুন  করে , অনেক দূরে সৃর্য
প্রত্যয়ের এই লঘু উৎপাদনে জ্ঞান নাস্তিক হয়ে পড়ে
দোষীরা লজিক সাজায় যেন পরাবাস্তব ঝাঁপ দিয়েছিল জলে
মাছের আঁশ অতিরিক্ত  , কানকো  ফুলফোও তাই
সজোরে ধাক্কা  দিলে বুঝতে পারি আপনি ক্ষমতার জন্য নির্দিষ্ট  
কবিতা কি ক্ষমতার অনুগত থাকে কখনো

Post a Comment

নবীনতর পূর্বতন