বাজনাযন্ত্রের অনুপ্রাস




কিছুকিছু উড়ানের দিদিমণি

জটিল ভ্রমরের স্তন 

চাটুকার জামার গরজ


বসন্তের ঝুড়ি বেয়ে 

ফিকে কাচ ঝাপসা বোলাচ্ছে তবলায়







না-লেখা ভাষায় তুলির গিটার

অতিথিপরায়ণ গেলাসের গড়ানো 


সর্বশ্রান্ত মেয়েলি উদ্ভিদে 

পাখির আকাশ 


হারমোনিয়ামটি বি স্কেলে উড়ছে 







জলের চারপাশে 

রেখার অন্তর্নিহিত 

অক্ষটি ব্যঞ্জনময়। কাওয়ালীর চুম্বক

খুলে যাচ্ছে অ-চেনা হাতে


কে নিচ্ছে কার জলের সংসার মাছের খেলাঘর






বাজনার চারপাশে পাখির গভীর 

চুমুর জ্যোৎস্না

সুর-তাল-লয় অজানা এসরাজের নিছক


লাইটটি গম্ভীর ডুগি বাজাচ্ছে

Post a Comment

নবীনতর পূর্বতন