এক অভূতপূর্ব সংকটকালে দাঁড়িয়ে আমাদের এই সংখ্যা। কিন্তু সংখ্যাটির প্রস্ত‌ুতকালে আমাদের কাছে এই সংকটের কোনো ইঙ্গিতই ছিল না। ফলে সংখ্যাটি সেই মুহূর্তের ভাবনার ফসল হিসেবেই গড়ে উঠেছে। 

এই সংখ্যার অভিযাত্রীবর্গ আমাদের বিনীত প্রত্যাশা অনুযায়ী তাঁদের বিবিধচিন্তার বর্ণালী রাখলেন।

মুক্তি শিরোনামে ভুবনডাঙার এই গদ্য সংখ্যায় আমরা কেবল তত্ত্বের একশৃঙ্গ রান্নাঘর চাইনি। বরং চেয়েছিলাম মুক্তচিন্তার ঘুলঘুলি আর আনাচকানাচ থেকে বেরিয়ে আসুক  ভাবনাযাত্রার বহুবর্ণ কণার উৎসব। এই সংখ্যার অভিযাত্রীবর্গ তাঁদের বিবিধচিন্তার বর্ণালী রাখলেন। তাঁদের ভাবনাগুচ্ছের জঙ্গমতাই এই সংখ্যার আশ্রয়। এখন যা পাঠকের হাতে। 

Post a Comment

নবীনতর পূর্বতন