রুট ডায়েরি

মুখোমুখি শুধু স্তব্ধ হয়ে আছি

জানি দেখা হবার ছিল একদিন

সন্ত্রাস সংগ্রামের মিছিলে

রক্তাক্ত স্মৃতিগুলি ঠিক বেঁচে উঠবে একদিন

লুকিয়ে মুখচোরা লাজুক বছরগুলি

শরীরের খোলস ছেড়ে রহস্যময় জুরে আক্রান্ত

ভুল স্বপ্ন ধুয়ে দিয়েছে গত রাতের অশান্ত বৃষ্টিপাতে।

 

ইজিচেয়ারে বারান্দায় দুপুর গড়িয়ে বিকেল

চোখে চোখে অপর্যাপ্ত রক্তপাত

শ্রাবণের সন্ধ্যা আছড়ে পড়ল উঠোনজুড়ে

বেড়াল দখল করে নিয়েছে চলার পথটা

বেড়ালের চোখ দুটি জ্বলজ্বল করছে

মেপে নিয়েছে সে প্রেমিক-প্রেমিকার ঘাতক হৃদয়টা।

 

Post a Comment

নবীনতর পূর্বতন