আজগুবি কক্ষপথে~
১
মুঠোয় যতগুলো আলগা
তার থেকেও
ওজনের দাঁড়িপাল্লা = তার এই নিঃসঙ্গ যাপনে
গুটিকয়েক গিটারের তান
প্রিজমের দিকে তাক করা বন্দুকের-মাছি
কিছু ফড়িং ও প্রজাপতির ঋতুকাল
অমাবস্যার ছই
এবং সব সম্বাবনাগুলোয় পলেস্তারা
২
কল্পিত সকালে
লালের কপালে ঠোঁটের আভাস
চুম্বকটিও বাধ্য হয় লোহায়
জড়বৎ তড়িতোনুন
চাপা আর্তনাদকে জাগায়
৩
ইতিহাসের পুকুরে হাঁসেদের রমণ প্রণালি
উসখুসের পাহাড়
টেবিলে রাখা পেপারওয়েট মেরুদণ্ডের
গলা অবদি নোনতা পাথরের যৌনাঙ্গ
ভবের শহর
ইশারা কিনতে কিনতেও গর্ভবতী
৪
ভর্তিকাপ ÷ শূন্য অগণন = আঁধার নগ্ন
দুলছে ছায়া
শরীর বিয়োজিত কুম্ভকর্ণের অক্ষর
বালিশের পাশেই সোনা ও রূপোর দুটি লেডিফিঙ্গার
৫
অহেতুক সত্যি না বলে
মিথ ভেঙে মোহহীন ফুল
মাছি নয়
তাপ্পিমারা মধুর সত্যতা
অলংকারের আনন্দ
কথাগুলোয় ব্রা ও প্যান্টি পরালে
সতেজ কুকুর
৬
ছেঁড়াফাটা
পাথরটি হোঁচট খাচ্ছে
একতরফা কাচ দেখছে নাভোঁ-লাগা শহর
বলতে পারে না কে কার
অর্ডার অর্ডার। মুখ খুললেই
ব্যাকফুটে সূর্য খেলবে
এতসব শোনার পর
পাথরটিকে রাস্তার অস্বীকার
একটি মন্তব্য পোস্ট করুন