বিচ্ছিন্ন আবেগের কোলাজ




আজ ঝলমলে রোদ
আমার মন।
আজ গুমোট মেঘ,
কাল ভোরবেলা শীত এসেছিল -
জাপটে ধরেছে!
কিন্তু না প্যাচপ্যাচে গরম তবুও একটা রয়েছে।

ডিগ্রি সেলসিয়াসের মতো...
বদলে চলেছি ক্রমাগত।

আর যেদিন রাতে ঘুম আসে দেরীতে
দেখতে পাই - ম্যানিকুইনের মতো আছি বসে।



চিন্তা!
না, চিন্তা হয় যেসব কিছু নিয়ে
সেসব কিছু আমি চিন্তা করি না।
চিন্তা না হয় যেন
এমন কিছু চিন্তা করি!
তারপর হুমড়ি খেয়ে দাঁড়াই
চিন্তা হয় না এমন কিছু কি?

চিন্তা করে চলি...



চলবে...

Post a Comment

নবীনতর পূর্বতন