সহজ মলাটে তুমি আসোনা
১.
টিউবটা নিভে যাবার
নিশ্চয়তা অদৃশ্য। অজ্ঞানতা যদিও
প্রশান্তিকর। তবে কখনো কখনো
ফরসা আকাশে তুমি আস
পরিমাপের আবছা সম্পর্ক রাঁধুনি চাঁখেন
এতসব টুকরো-টাকরা
নোনতা মেঘের জমাট
একেবারে বজ্র-বিদ্যুতে
সহজ হতে চায়না
ভরাট মরসুম লুটের
সংসারের নগ্ন গুমোর
খোলামেলা সারাৎসার নগন্য।
গরম গরম রসমালাই মলাটের ওপর জ্বলছে
২.
চোখে পোকামাকড় ধূলোময়লা
ছাতাপড়া বাপের নামে শরতকাল
দলিলে হাওয়া-অপিস
অ-সজাগ হলেই নির্ঘাত
তারপর পাখিদের খাঁচায়
নিজের হাতেই আয়না
অপরের চোখের গোগ্রাস
মাইরি এসব ভুলেও স্বপ্ন
ভাববেন অন্ধবিশ্বাস
মনগড়া গুড়-বাতাসা বিলোচ্ছে হাওয়াই
আঃ আখের মতো একটা তৃপ্তির ঢেকুর
ওপাড়ের ছায়ায়
৩.
একটু জিরিয়ে নিতে
গাছটির ছায়া অকস্মাৎ
গম্ভীর দাড়িগোঁফহীন
মাথার ওপর ঘুরপাক খেয়ে
ভেবেছিল ডালে বসা—
কিন্তু এই সময় থামতে বলেনি
বৃষ্টি থামেনি কালবৈশাখীর পরও
নিজেকে সামলে আবার
নিশ্চয়তা কাপড়চোপড় পরা
সভ্য ভদ্রলোকের
গাছপালা মাছিমশা— তাদেরও
৪.
আমরা বলেছিলাম সর্বহারা
স্বজন জলের পরম বিশুদ্ধতা
কালিদিয়ে সব মুছে ফেলার সংকল্পে
যাদের হাত তাদের চারায়
জল ঢেলে আপনিই ভগবান
এমন অন্ধকার আগে চোখ ছোঁয়নি
মেরুদন্ডহীন বিমর্ষ প্রত্যাঘাতেও
পাথরবৎ ধারণ করেনি সং
না-পারা না-দেখা তারাদের নগ্নতা
শ্লীল অশ্লীল যা কিছু ভেবেই
পকেট করা গোপন গ্রন্থি থেকেই
কুঁড়ি হাঁটছে; ফুলের রাজ্যে
খুব ভালো লাগলো
উত্তরমুছুনধন্যবাদ দাদা
মুছুনকিছু কবিতা উত্তাপ ছড়িয়ে দেয়। উজ্জীবিত হতে বারবার উৎসে ফিরে যেতে হয়। আমিনুল ইসলামের কবিতা সিরিজ যেন তা-ই। অসংখ্য ধন্যবাদ কবিকে এমন অমূল্য অনুভবের সহজ উচ্চারণের জন্য - সহজে আমরা সহজ হতে চাই না।
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে
মুছুনএকটি মন্তব্য পোস্ট করুন