দ্বিধা
অঘ্রান পূর্ণিমার রাতে জোনাকীর ঝাঁক পাকা ধানের শীষে যেমন করে ছড়ায় মাদকতা,
তেমনি করে তোমার অধর আমাদের চিলে কোঠায় গোধূলি আঁধারে,
সারা শরীরে ছড়িয়ে দিল নীল উষ্ণতা;
ভেজানো দরজার ফাঁক গলে ওড়নার মত একফালি অস্তরাগ,
তোমার অনাবৃত কটি-তটে ফাগুনের ললিত রাগ,
তোমার দুই চোখে বাসন্তী রোদের গন্ধ মাখা আকাশ,
ঘন নিশ্বাসে সব কিছু উড়িয়ে দেওয়া ঝড়ের পূর্বাভাস,
অর্ধ অনাবৃত কুচ যুগলে মৃদু কম্পন;
তুমি গলে যেতে চেয়েছ, হয়ে যেতে চেয়েছ কল্লোলিনী তটিনী,
আমি প্রবল তরঙ্গে আন্দোলিত জোয়ার মাখা সাগর হতে পারিনি।
একটি মন্তব্য পোস্ট করুন