ঝিনুক 

যতবার সরিয়ে দিচ্ছি দূরে ততবার ভাসিয়ে দিচ্ছ বন।দমকা জোয়ার মুছে দিচ্ছে শোকগাথা।বাঁশপাতা থেকে ছিটকে পড়ছে কাচ।পূর্ণিমার চাঁদ।কী যে সুন্দর!
অন্য সব কথা বাদ দিলেও একথা ঠিক যে তুমি ছাড়া বাঁচা কঠিন।
তবু যাওয়ার সময় সাত সতেরো হিসেব কষে জল।প্রেম শেষে চলে যাবে খেলনাবাটির ঘরে এমন করে ভাঁটার বেলা আসে।কালো কাঁথায় মানিক জ্বলে।
"অপেক্ষা জানতে হয়",ক্যাজুরিনা বলে।ঝিনুক বাড়ি সাজিয়ে রাখি।গন্ধ পাই স্রোতে।আসছে জোয়ার।
তুমি ছাড়া অর্থহীন মনে হয় সব





জয়িতা ভট্টাচার্য 


Post a Comment

নবীনতর পূর্বতন