দৃশ্য
তারপর নিজেকে চুরি করে ছুটে আসি বারবার
কবিতা লিখছি আর দেখি
অক্ষর গুলো বিদ্রোহে চেয়ে আমার দিকে
এভাবে কাঁচা মাংসে কেউ কবিতা লেখে
একটা সময় নিজস্ব পাঠক্রমে পাপ ছিল না
এই রক্ত ঝরা দিনে কোথাও কোন বৃষ্টি নেই তবু ভিজে যাচ্ছি অঝোর
কবিতা লিখছি আর দেখি
অক্ষর গুলো বিদ্রোহে চেয়ে আমার দিকে
এভাবে কাঁচা মাংসে কেউ কবিতা লেখে
একটা সময় নিজস্ব পাঠক্রমে পাপ ছিল না
এই রক্ত ঝরা দিনে কোথাও কোন বৃষ্টি নেই তবু ভিজে যাচ্ছি অঝোর
একটি মন্তব্য পোস্ট করুন