শুভদীপ দত্ত প্রামানিক 






হরিণপূর্ণিমা

এক মহিলা প্রেতের সাথে সারারাত সঙ্গম করে ভোরবেলা নদীর ফুলকে বাউল শুনিয়েছি
ব্লাউজের হুকে তৈলাক্ত মোমবাতির আরশিচোখ
প্রেতটির কী সুন্দর গলা ! 
অধর্মী গান গাইলেও হে রুদ্র ওকে মুক্তি দাও
মা ভবতারিণী ওকে কবিতার বই দাও
পাওয়া না-পাওয়া ফসফরাস মেঘ , সাধু মুন্ডমালা , স্বর্ণচাপা সাপ সকলের সাথে পরিচয় হোক
বিষ টলতে টলতে বরফ দেহ সাঁট বুঝে নেব শূন্যের গর্জন
ডাঁশ ঘুম আল্যেখ্যে ফার্ণ
মহিলা প্রেত জড়িয়ে চুমু খেয়ে বলে : তোমার পিঙ্গলায় আমি কিশোরী হব । 
শেষ আদি গন্ধে পিউপা ইকড় ঘাসের অ্যানটেনা
ছায়া , মুখোমুখি দু'জন - নীচু রাত জল শাপলা । 

প্রেত দেহ ছাড়ে 
এলিফ্যান্টার রঙ পাঁজরে হরিণপূর্ণিমা
ঘুম পর্যন্ত গ্রীসের ফুলে মৌমাছি উড়িয়েছি ! 

স্নিগ্ধ , খেজুরগাছে দেখি শূকসাপের ক্লীং-কাম । 

Post a Comment

নবীনতর পূর্বতন