প্রকাশ ঘোষাল
জীবাশ্ম
ইদানীং সব সত্য। তেজস্ক্রিয়। ঢালাও বিকিরণ।
কে কার কথা। কাকে বলছে।
পর্দার ওপারে। মোহর ছড়ানো ছক। বিশুদ্ধ দ্রাবক।
রক্ত + আরশোলার সাক্ষর।
কোনদিকে গতিমুখ। বোঝা যাচ্ছে না।
ঝুলন্ত মাঝরাত।
মোমবাতির জীবাশ্মরা কথা বলছে।
মেঘ বিষয়ক আদিখ্যেতা। এখন আর মানায় না।
দ্যাখো। হুলো বিড়ালের ল্যাজ। দুলছে।
চক্রাকার ভবিষ্যৎ।
সুখানি চ দুখানির অবক্ষয়।
পৃথিবীর পতাকা উড়ছে। বিড়বিড় করছে আলো।
ঘরভর্তি আগুন আর পোড়া সভ্যতা।
একটি মন্তব্য পোস্ট করুন