খরা
মিঠে রোদে এসে দস্যু সূর্য
দিয়েছিলো কিছু বিষাক্ত শ্বাস
উচ্চারণ ছিল অশ্লীলতায় ভরা
যজ্ঞে লিপ্ত হয়ে উন্মাদের মতো
করেছিল সর্বনাশ
ফুটিফাটা ক্ষেত
এক ফোঁটা জল নেই পুকুরে
সহোদর
১.
ঘর দুয়ার সব এজমালি
চটকদার মিথ্যের কাগুজে মায়া
থালা-বাসন, আসবাবপত্র যতোই থাকুক
হিসেবের খাতার পাতা ওল্টায়
ভাঙাচোরা জ্যোৎস্না আইসক্রিমের তাপমাত্রায়
তাই উপন্যাস হয়ে ওঠেনি
২.
মুখোমুখি হলেই
নিভে যায় আলো
স্মৃতির অনটনে পাতা ঝরে অবিরত
অচেনার ভান করে মুখ ফেরায়
এক-জীবন গল্পে আসেনা ডাক
একটি মন্তব্য পোস্ট করুন