মানুষ যখন প্রথম চোখ রেখেছিল জলে
১
যত অন্তঃজ ক্ষরণ অন্তঃস্থ চোখের
ছবির মুখস্থ বিপরীত দমকা হাওয়া
তাণ্ডবের গল্প উইপোকার ঢিবি ভাঙে
জলপানের শীতে কাঁপা পাতার ঠোঁটে
নিজেকে প্রথম নির্জন আলোয় দেখা
সব রেখা তুলির যৌনতায় ঢাকা
অনভিজ্ঞ দেয়ালের বুকে অনভিপ্রেত জমছে পাথর
২
খাঁ খাঁ নির্জন
মাঠের কোটরে প্রতিটি জঠরে
জড়ানো মায়ার মিহিন জড়ির বুনন
ধূ ধূ
শূন্য আলোর লহমা শালিক খুঁটছে
সুমধুর বাঁশের ঠোঁট নাভির তলদেশ
ডুবন্ত জাহাজ
নিরন্তর নির্ভার নিরাভরণ আসক্ত জলপাই
৩
ধীরে ধীরে যোনি থেকে ছড়ানো আলোয়
জলের অন্দর
পূর্ণ অবয়ব
বিশ্বাসের গভীর বনে হারানো প্রথম বিবর্ণতা
আষ্টেপৃষ্টে
ভুলের তৃষ্ণা একগ্লাস টেবিলে রেখে এলাম
৪
চেরাইয়ের পর ভাবনাগুলোর সিজন
অভিজাত ঘরের শোভা
শোভাদির ঠোঁটে সাতশো ফুলের সন্দর্ভ
চেরাইয়ের ভাবনাগুলোয় আসবাব জমে
নিজেকে হলুদ খামে ঢুকিয়ে ডাকবাস্ক
আজও পিঠ সেঁকে রোদের
একটি মন্তব্য পোস্ট করুন