সমীরণ ঘোষ-এর কবিতা 







রাং

আলোর বাদামি  থেকে যারা এসেছিল 
লাল কমলাগাছ হয়ে ফিরছে
সেইসব লোহার পাণ্ডুলিপি গলির সূর্যাস্ত 
হাওয়ার মেশিনে খুলে যায় 
ভাষাপাওয়া রং আর সামলানো যাচ্ছে না
কোণের দেহাতি উপশম সম্মোহনের মিশমিশে 
ঝুলে থাকা কসাইখানার রাং জানলা ভেঙে দেয়






বেরহম

শোবার ঘরের কালো হাতমোজা 
ইথারগন্ধের কালো আততায়ী 
হাতলের কাঁপা শিস ফলার হিসহিসে
ক্যালিগ্রাফির কালো দূত
শূন্য ফুটছে অপরিসীম রোষের লালায়
পোষা হাড়ের আলোয় নদী যৌনরিবনের
আমার মুণ্ডও বেরহম স্তনের খাঁচার নীল
আচমন করছে লাল শিশ্নের লোহা
হাতমোজা মুখরা তুলছে। শনশনে। যোনির পাথর







আহ্বান 

চিৎকারের শূন্যে মাস্টারের রক্তই বলছে
সাঁতরানো সম্ভব। নদীর দাঁতেও 
চেবানো মাংসের সুর অস্পষ্ট ডাকের
ধ্বনির গর্তে লাল সম্ভাবনার হাড়
আরও লাল সম্ভানার ফুরোনো 
বরফের ইতিহাস কেটে মৃতকুকুরপুঞ্জ রওনার প্রবল 
পৃষ্ঠার সূর্যাস্তে শ্রমণের পাঞাজাছাপ যথেষ্ট ছেঁকার
মাস্টারের কাঠামো ফুঁড়ে কুকুরের মৃতডাক
শূন্য লুফছে

Post a Comment

নবীনতর পূর্বতন