নজরুল সুকান্ত রবীন্দ্র আকাশপক্ষে একটি মিটিমিটি আলো~








স্বপন দত্ত 



আমিও মনে রাখিনি আপনিও রাখবেন না মে-ফুল তুলতে এগারোর দরিয়া ঝাঁপান

কী বলছিস? আজ সেই দিন
যেদিন  ওহো মনে পড়েছে 
তোদের কাঙলা ভাষার 
বুঝলিনে তো কাঙাল রে 
চুষে চুষে হাড় জিরজিরে 
কার আমিউজিয়াম ও মেঘ-স্খলন 
বার তোর আমার ভালোই হয়েছে ভালোই হয়েছে 
কথা পুরের দাড়িয়াল বাবাজী সেদিন ছিল না কিন্তু বুনোফুল ফুটেছিল রে
ভুটভাট ফুটফাট অনেক আওয়াজ আওয়াজেই রেললাইন ভিজে ছিল 
তোদের ওই যে কী বলিস রে
পুজার ঘরে আসন পাতিস সেই কমলাও 
কমলা নয় রে হারগিজ বলছি কমলা নয়
লাল রং হয়ে হো হো হো হা হা হা
কমলা ফুটেছিল
আরও একাদশ অশ্বারোহী লাল রং হয়ে
ডেকেছিল আমার সমস্ত রাজ্য ইহকাল পরকাল সব দেহ রাজ্যের বিনিময়ে
একটা অস্ত্র দাও একটা মা-ভাষা দাও একটা... 

Post a Comment

নবীনতর পূর্বতন