হরিৎ গৌড়ে উদগীরণ,
             তোর নাম শ্রীকালি জেনেছে।
আমিও জেনেছি আজ অযোনীসম্ভূতা,
তোর মসিলিপ্ত বংশ পরিচয়।

এক আকাশ বেশ্যা উড়ছে ঐ
                               অর্বাচীন, আঁকশি নিয়ে ছোট্
                               দৌড়ো... ছোট্

যে প্রলুব্ধ জলের কাছে এলি,
সে উদাসীন
সে তোর প্রাপ্য নয়।







গেহগারি দুরাচার, প্রেম হ’ল চাঁদ-বায়ুভুক
পায়ে জ্বলন্ত ধনুক

তিনশত দ্বাবিংশ, ঘোটকীর রক্তজল মায়া
তাঁর নয়ন তেপায়া

নয়নে বাদাম ভেঙে তুমি হলে বৃক্ষোন্মাদ
এই পাহাড়ে আবাদ

চাষ মুক্ত কাঁধে ব’সে কত আর কামড়াবে বুক?
দ্যাখো জ্বলন্ত ধনুক

প্রস্ফুটিত নদীবন, যদি কেউ দিয়ে যায় দড়ি?
ঝুলে প’ড়ো ধবলেশ্বরী







অমিত পাটোয়ারী

Post a Comment

নবীনতর পূর্বতন