মিথানয়িক 

একটি খিলিপান হেসে উঠতেই 
আমার ঠোঁট লাল হয়ে এলো-
সুগন্ধি হাওয়া বয়তে লাগলো
ঠোঁটের ব্যারিকেড বেয়ে...

হাসনাহেনার গন্ধে যে রাণী-মৌমাছিটি বুঁদ হয়েছিল 
তাকে মধু খাবার আমন্ত্রণ জানালাম 
আমার ঠোঁট ক্রমশ লাল থেকে নীল হয়ে এলো  --
মিথানয়িক এসিডের জ্বালায় জ্বলতে জ্বলতে
একটি অবসরের নাম লিখলাম প্রেম !






কার্তিক ঢক্ 

Post a Comment

নবীনতর পূর্বতন