ভালোবাসা এবং তুমি
কোনও এক শংকা থেকেই তো বলেছিলে, এই পৃথিবীতে এমন কিছু নেই যার মৃত্যু নেই।
তবুও বলেছিলাম, আছে।...আছে ভালোবাসা।
জানতে চাইলে এর রূপ।
বললাম, পাষাণের মতন।
শুনে রেগে গেলে খুব।
তারপর আবার খিলখিল হাসি।
বললে, এ আবার কেমন?
বললাম, তুমিও জানো।
এর কোনও চাওয়া নেই। পাওয়া নেই। দৃশ্যত কোনও উদযাপন নেই। সানাই নেই। বাদ্যি নেই। ভেলেন্টাইনের ফুল নেই। পানীয় নেই। উইক-এন্ড নেই। নিউ ইয়ার নেই। এতসব নেই -এর মধ্যে তার আবার দিন রাত্রিও নেই।
ব্যস, তবে কী আছে তার? দুটো হাত-পা আছে তো ঠিকঠাক?
বললাম, নাঃ তা-ও বোধহয় নেই যেমন আছে সবার।
তবে?! আছে কী?
আছে। অনেক ডালপালা আছে। গাছের মতন।
গাছের মতন?!
হ্যাঁ তা-ই -
গাছের মতন -
জড়িয়ে ধরার ডালপালা। ছায়ায় ছায়ায় ভেসে থাকা ভরসার ডালপালা।
একটি মন্তব্য পোস্ট করুন