নিস্তব্ধতায় তোমার শরীর খুঁজছি,
শরীরী আগুন তোমাকে ছুঁলেই
বেজে উঠবে শঙ্খধ্বনি।
সেই সন্ধিক্ষনে ছুঁড়ে দিই নিজেকে
ওই শূন্যতায় আমিও আছি।
শ্বাস-প্রশ্বাস বিদ্রোহ করে চলেছে
হৃৎপিণ্ডটা যে কোনো মুহূর্তে থেমে যাবে চিরতরে।
বলো তোমাকে বাঁচাই কিকরে ?
অর্পিতা কর্মকার
একটি মন্তব্য পোস্ট করুন