বাঁচবো বলে

তোমার বিষাদগ্রস্থ চোখ বসে বসে দেখি,
বিচ্ছুরণের আলোয় যখন দ্বিগুন হারে জ্বললো
 আমি আধখানা স্বপ্নে বাঁচি।
নিস্তব্ধতায় তোমার শরীর খুঁজছি,
শরীরী আগুন তোমাকে ছুঁলেই
বেজে উঠবে শঙ্খধ্বনি।
সেই সন্ধিক্ষনে ছুঁড়ে দিই নিজেকে
ওই শূন্যতায় আমিও আছি।
শ্বাস-প্রশ্বাস বিদ্রোহ করে চলেছে
হৃৎপিণ্ডটা যে কোনো মুহূর্তে থেমে যাবে চিরতরে।
বলো তোমাকে বাঁচাই কিকরে ?








অর্পিতা কর্মকার 


Post a Comment

নবীনতর পূর্বতন