লক্ষ্মীকান্ত মণ্ডল-এর কবিতা
নিষ্ক্রমণ ইচ্ছের উপর রাখে ভোরের বাঁশি
এই যে বাজনা বাজে আলো আঁধারের মিলিতরেখায় আর দূরে সরে যায় সমস্ত উপেক্ষা , আমার ভিতর ছড়িয়ে পড়ে নীল ধ্রুবতারা — ভাঙা ভাঙা বাদামী ত্বকের শেওলা পরিত্রাণ চায় — সমস্ত নোটিফিকেশন ছাড়াই জ্যামিতিক বিন্দুরা নিষ্ক্রমণ ইচ্ছের উপর রাখে ভোরের বাঁশি
সে এক অনন্ত পথের গ্রিনলাইট, ফ্লাইওভার ছিঁড়ে সাগরকোন থেকে উঠে আসে গুচ্ছ গুচ্ছ ফার্ন— অভয়ের বার্তা নিয়ে সুখ গল্প সাজায় পাথর ভূমির সূর্যকালে
খাদের দ্রিমি দ্রিমি দেহভঙ্গিমায় থমকে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই
বৃত্ত ভেঙে ছুটে যায় অপরা ব্যবচ্ছেদ
পাঁজর ডিঙানো রাস্তায় ওপারে হারমোনিয়ামটি বেজে উঠতেই ভালোবাসতে শিখে যাই পথকে , সাদাকালো রিডের কম্পাংকে ভেঙে যায় শীতার্ত মাইলস্টোন — আলগোছে যে চলে গেছে বনের ভিতর — উপোষ কন্ঠে সেও ধ্রুবতারার সাথে হাঁটে , বৃত্ত ভেঙে ছুটে যায় অপরা ব্যবচ্ছেদ
উপেক্ষা করতে পারিনি নিঝুম উৎরাই — তারই ওম নিয়ে রাতের গভীরে সজোরে ব্রেক কসে মিলন , মেইন প্লটের বিভাজনে ঘন অন্ধকারে ধেয়ে আসছে স্রোতের অন্তরা
আমাদের ভিতর রিপুরা অস্থির হয়ে পড়ে — ভাঙা পাথরে দাঁড়িয়ে আকাশের দিকে উঁচিয়ে ধরে সেলফি স্টিক
একটি মন্তব্য পোস্ট করুন