মানসী বিশ্বাস-এর গুচ্ছ কবিতা 




যুদ্ধ



(১)

গল্প
শতক থেকে দশকে আসা 
হারিয়ে যাওয়া ভয়
মধ্যিখানে শেষের কথা পাপ



(২)

নামতা
ধারণা বদলে স্তব্ধ চোখে
উচ্ছ্বাসের গৌরবে
ফ্যানমেখে চাটা কাব্য



(৩)

লোভ
পরবর্তীর পবিত্রতা মেনে
ক্রমশ অস্পষ্ট স্তনে
নেমে আসে। অভিশাপ



(৪)

উল্লেখ
নরম হাতে মাখা খসড়া
সদ্য প্রেম, সাদা আলো আর কবি
হাত ধরো। নামবো




(৫)

শোক
কালো মেঘে ঢাকা রামধনু
চেয়ে চেয়ে হাসে
ফিকে হয় চোখের জল-ও




(৬)

অন্তিম
আলতামিরার কোনো ভাঁজে
লুকিয়ে পড়া জোৎস্না
উৎসবে তেও নগ্নো!

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন