উদিত শর্মা-র গুচ্ছ কবিতা 





বালির সংগ্রামে সংযম দাগ 


সেও জানে টব ফাটিয়ে মহীরুহ হয়ে ওঠা
সম্ভবপর নয় , 

তবু তর্জনীপ্রবাহ অক্ষুণ্ণ রেখে
যেকোনও মুহূর্তেই পড়ে নিতে পারে
হারিয়ে যাওয়ার জ্যোতির্বিজ্ঞান ।



তার জলকণারা শাফ্ ল করতে করতে
শতাব্দী পার হয় -

অবয়ব পাল্টে ফেলে পুনরায় 
সেই পোড় খাওয়া বৈদিক নদী 

বিশ্বাসের পাড় ভাঙে, গড়ে



তার আর কোনো জলকথা নেই 
বালির সংগ্রামে সংযম দাগ

দূরে বালিয়াড়ি জমির ওপর ছেঁড়া ছেঁড়া জঙ্গল
আর একটু বাঁ দিকে চেপ্টে যাওয়া
দেশলাই বাক্স  




বলছিল সে, 
কেবল জল হয়ে গড়িয়ে যেতে চায়
ওই পূর্ণকুম্ভের দিকে -
আর ওই যে পাখি 
আকাশের কার্নিশ থেকে উড়ে গেল
নিঃস্পৃহ চোখ তার 
যেকোনো মুহূর্তেই পড়ে নিতে পারে
সব সম্পর্কের বিশুদ্ধ বানান



সমস্ত হারিয়ে যাওয়ার মানেই তো আর
অবক্ষয় নয় -

তার এই চেনা-অচেনা গতিপথ 
এই যাত্রা চিহ্নরেখা
সভ্যতাকে স্তন্যদান ছাড়া আর কিছু নয় । 

Post a Comment

নবীনতর পূর্বতন