রাজদীপ  ভট্টাচার্য 




 প্রতিটি দিনই জন্মদিন 


আমি আলো থেকে এসেছি, আমি অন্ধকার থেকে এসেছি। আমার ভিতরে একদিকে আলো লেগে আছে, আরেক দিকে পুঞ্জ  পুঞ্জ কালি। আমি অন্ধকার থেকে আলোর দিকে তাকাই আর আলো থেকে অন্ধকারে। আমি ডাক্তার ডাক্তার খেলি,  আমি শিব শিব খেলি। নিষিদ্ধে ডুবে যেতে যেতে আমি পবিত্র খড়কুটো আঁকড়ে বাঁচতে চাই। আবার মন্দিরে বসে আমি হারেমের কথা ভাবি। মাঝে মাঝে ফুল ও ফালতুর মধ্যে গুলিয়ে ফেলি। কোনও কোনও মোড় পেরিয়ে গেলে নির্জন পথে আলো আর অন্ধকার যখন জড়াজড়ি করে শুয়ে থাকে আমি তাদের সবাইকে নির্বিকার ছুঁয়ে ছুঁয়ে যাই। জন্ম আর মৃত্যুর মাঝে কোনও প্রভেদ দেখি না। শুধু ফাঁকে ফাঁকে অযুত মায়া জমে থাকে। ঘুম ভাঙলে আমার প্রতিটি দিনই জন্মদিন হয়ে ওঠে।

3 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন