নিবিড় সাহা
যদি ফিরে আসো
এক
তুষারাবৃত শৃঙ্গের পথে যেতে
যে দেহ টি পাওয়া গেলো
তার মৃত্যুর বয়স জানা যায়নি
তখনও সতেজ রয়েছে তার ত্বক
একদম বেঁচে থাকার মতোই সাবলীল
পকেটে রাখা চিরকুটে লেখা ছিলো
" ফিরে আসি যদি..........."
দুই
আধপোড়া ইচ্ছের ঘরে
সোনালী ভোর, কমলা বিকেল আর
রুপোলি রাতের কিছু ছবি দেওয়ালের গায়,
অন্ত্যমিলে অসংখ্য অসঙ্গতি রেখে
বিষন্ন কোনো গোধূলিতে
ঘন কুয়াশার দিকে হেঁটে যাওয়া কবি....
মূক ও বধির
তিন
পরজন্মে বিশ্বাস করো নাকি ?
যদি করো, তাহলে
একটি সুন্দর দোচালা ঘর বানিও
পাহাড়ের নিচে ওই সবুজ বনাঞ্চলের মাঝে
যার পাশে বয়ে যাবে স্রোতস্বীনি নদী
চার
আবার কখনো, কোনোদিন
ফিরে আসি যদি...
বাঃ, খুব ভালো
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন