গোলাম রসুল-এর কবিতা
দিগন্ত
আকাশ আর সূর্য একসঙ্গে ভাসছিলো
আমরা আলাদা করতে পারি নি
প্রস্তরীভূত সকাল
ঐতিহ্যবাহী শহরে একটি মালগাড়ি এসে দাঁড়িয়েছে
দিগন্ত আমার চেয়েও নেমে এসেছে আমি মাইলের পর মাইল হাঁটছি যে পথ দিয়ে কাঠুরিয়ারা চলে গেছে
স্পর্ধিত নৈঃশব্দ্য
আমরা একসঙ্গে ভাসছিলাম
একফোঁটা অশ্রুর মতো সাবলীল
আমরা এসেছিলাম কয়লা কুড়াতে
একটি মন্তব্য পোস্ট করুন