উদিত শর্মা-র কবিতা





ইচ্ছেপুরের রাস্তা 


আমাদের 4-G ভালোবাসার স্ক্রিনশট 
জুড়ে রয়েছে টু রু Love
প্রতিটি প্যাচআপে বাসন্তী পোলাও আর
কমলালেবুর ইমোজি। 
Sad issues গুলোকে আপাতত দূরে সরিয়ে 
লাইভ চ্যাটে ইচ্ছেপুরের রাস্তা...
গীটারের অজস্র আদর
যেন তুমি ছুঁলেই আমি পূর্ণিমা হবো
Spicy relationship না হলে
লজিক-এ লাগেজ

আর স্টেটাস কম্পলিকেটেড হয়ে গেলে
প্রোফাইল লক
আয় তবে সহচরী কাছে পেলে হাতে ধরি... 
চাপ নেবেন না বস্
প্রেম হচ্ছে Unpredictable 
ইচ্ছে থেকে চাহিদা 
আর চাহিদা খোঁচা মারে লাইফে। 




প্রচ্ছদ পাল্টে যায়


আমাদের প্রচ্ছদ পাল্টাতে থাকে
যতটা গল্প এগোয় গভীরে -
আড়মোড়া ভাঙা সকালের 
ল্যাদ লাগা থেকে নতুন ধারার না-বলা কাব্য । 

সারাদিনের এলোমেলো টুম্পা অথবা
আবছা দুপুরের রোগাটে সংসারে ছুটে আসে বুলডোজার , এক্সকেভেটর , ডাম্পার, 
অনাবশ্যক বাওয়ালি... 

আদিম উদাসীন পৃথিবী চুপিসারে 
বইয়ের ভাঁজে গুঁজে দেয়
             ভোররাতের মৃদুভাষী  চাঁদ । 

শেষের পাতায় লেখা
                          -  ইতি তোমার প্রিয়  




কেশর মালাই


আমাদের মধ্যে শুকনো-মরিচ-লাল
সম্পর্কটুকুর ইতি হোক -

ধরো তুমি আর আমি হ্যাশট্যাগ কাপ্ ল
কেশরমালাই সম্পর্ক আমাদের 
কোনো আননোন্ নাম্বার নেই আর 
বেশ একটা ঝিমঝিম উল্লাস

কী বলোতো, ভালোবাসার মতো
ভালোলাগার কোনো কারণ লাগে না
ধরো এই যে ঝমঝম বৃষ্টি 
আমরা কোনো পাহাড়ি বাংলোর
বারান্দায় বেতের চেয়ারে বসে আছি 

তুমি হলুদ রঙের ঢাকাই শাড়িতে , 
গুনগুন করে রবীন্দ্র সংগীত গাইছো
আমার বন্ধ চোখে শ্রাবণ-লিপি
গদগদ প্রেম -- টকটকে লাল সম্পর্ক । 




মনের হার্ডকপি


বৃষ্টির সঙ্গে গ্লাসের যা সম্পর্ক 
তাতে ওয়াইফাইয়ের স্পীড কমে গেলেও
কিছু যায় আসে না । 

ভালোবাসা একটি উভলিঙ্গ শব্দ 
যে-কোনো সুন্দরী জলপ্রপাতই
কবিতার স্বরলিপি  -

মনের ই-ট্রান্সফার হয় না তাই
চোখের কাজল লেপ্টে গেলে
বৃষ্টিকেই জবাবদিহি করতে হয় 

মনের হার্ডকপিতে
প্রতিটি ফোঁটায় চোখ বুজে আসে
গালে গাল ছুঁয়ে যায় । 




ফুস্কুড়ি 


পুনশ্চ : আমরা পেরিয়ে এসেছি তাবৎ হুল্লোড় 
ছাড়িনি কোনও একাকী বিকেল 
ম্যান্ডোলিনের গভীর শ্বাস... 
ঝগড়া চলছে তবে মিউটে
অর্থাৎ নিটোল প্রেমে সজল ফুসকুড়ি । 

অতএব রিবুট ইয়োর রিলেশনশিপ 
প্রেম কেটে ছানা হয়ে গেলে
ইমোশনের কাপে চুবিয়ে রেখো। 

ফিসফিস ল্যান্ডলাইন নয়
শুধুই টাচস্ক্রীন... ক্রপকরা ছবি... 
এবং রোমান্টিক সারপ্রাইজ... 
একদম  জমে যাবে --
কাবাব মে কাঠি আইসক্রিম ।

Post a Comment

নবীনতর পূর্বতন