সন্দীপ বিশ্বাস-এর কবিতা
মেকাপম্যান
কবিতা লেখার আগে একটা প্রস্তুতি প্রয়োজন হয়।
যেমন কবিতা বাতাসে ওড়ে
তাকে কিছু উপঢৌকন দিয়ে সবিনয়ে জল-পিড়ি বসাতে হয়।
যেমন ঝড় বৃষ্টি তাপ উত্তাপ এসব মাথায় তুলে কিংবা
নামিয়ে রেখে হাত-পা কচলিয়ে ধুয়ে মুছে ফেলতে হয়
এইসময় ভাবের করিৎকর্মা কিছু বিষয় - আশয় জড়িয়ে পড়ে
তাদের থেকে কাটছাঁট করে, ঃ৺ং
এদের মান-মর্যাদার কথা সমঝে যেতে হয়। হতে পারে
ক দিয়ে শুরু করে শেষ মাত্রায় শেষের বয়ান। তবে চলা থামা
সবকিছুই গতিবেগের এক একটি ধাপ-সংগোপন কিংবা
খোলামেলা বা
তারাই এই আছে, এই নেই। হয়তো নয়তো
বিস্তর কথা কাটাকাটির মধ্যে কবিতার চাকা চক্রবৎ
হারিয়ে মরিয়ে কাশ্যপ গোত্র। যে পায় সে পায়-সব নয়তো কিছুটা
চাকা ঘোরে, কবিতা তার খোলস ছাড়ে
মেকাপম্যান মুখের এপাশ ওপাশ করে
যা একটু এ্যাঁচর-প্যাঁচর করে দেন। আর তারাই প্রতীক হয়ে ওঠে।
একটি মন্তব্য পোস্ট করুন