প্রভাত চৌধুরী

পা থামতে বললেই কি থামা যায়

৩ ॥
পা থামতে বললেই কি থামা যায় 
তার আগে দেখে আসতে হবে রুফটপের গাছগুলোর
জন্য জল আছে কিনা

জেনে নিতে হবে হাওয়া-অফিসের কোনো আগাম- সতর্কতা আছে কিনা
থাকলে পরবর্তী আস্তানাটির অবস্থান সুদৃঢ় করতে হবে
রাতে যেন একটা আলোর ব্যবস্থা থাকে 
                   নিদেনপক্ষে একটা মোমবাতি

এতসব জানতে এবং বুঝতে যতটা সময় লাগবে
সে-সময়টুকু চাওয়াটা কি খুব অন্যায় হচ্ছে

আমি জানি : ন্যায় এবং অন্যায়ের ভিতর যাতায়াতের জন্য একটা ফেরিঘাট আছে , ডিঙিনৌকাও আছে

18 . 08 . 2021 ♢ 11 : 27

1 মন্তব্যসমূহ

  1. প্রভাতদার কবিতা পড়া, ভাগ্য সুপ্রসন্ন হলে
    হয়। মন্তব্য লেখা আমার কম্ম নয়।পড়তে
    পড়তে এক অন্য জগত সৃষ্টি হয় মুহূর্তে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন