পিয়ালী বসুর কবিতা

পরিমিত সম্পর্ক ঋণ 


গতকালই বেরিয়ে পড়েছি । 'চলতি হাওয়ার পন্থী'র একেবারে উল্টোমুখো পথটা ধরেছি , জানি ... পোস্টারে ভুল বানান দেখানোর ছলে সেদিন সিঁড়ির অন্ধকারে আমার স্তন বিভাজিকায় হাত রাখাটা এখন আর মনে পড়ে না তোমার । 
:
আমার ক্রমশ এই এগিয়ে যাওয়া হয়তো বা পীড়া দেবে তোমায় , কিন্তু সময় যখন প্রথা মেপে ফেলে আসা মৃত্যুর গল্প শোনায় অযাচিত ভাবে , তখন তাকে অবহেলা করাটা নেহাতই ছেলেমানুষী মনে হয় । 
:
যেখানে একসময় আমি আমার সর্বস্ব ডুবিয়ে হেরে বসেছিলাম , আজ সেখান থেকে বেরিয়ে পড়ার এই স্বাধীন ছবিটাকে হয়তো দুমাত্রায় বেঁধে রাখা যাবে না , কিন্তু ক্ষতি কি তাতে ? ... আমি বরং চাই , নষ্ট হোক পুরনো সব প্রবণতা , আঁকড়ে চলা স্বেচ্ছাচারী সূর্য ' রঙ দিক আমায় ।
:
বেশ আশ্চর্য হই , যখন দেখি ... নাস্তিকতায় আশ্রয় নিয়ে মার্ক্সীয় হাঁটাতে বেশ অভ্যস্ত এখন তুমি ... পরক্ষণেই মনে হয় , স্পন্দনদীর্ঘ সীমানার বাইরে থাকা জীবনে ... অতিরিক্ত তৃতীয় কপি ' হয়ে না থাকাটাই সেদিন হয়তো আমাদের সম্পর্কের নতুন এক অ্যানালগ তৈরি করে দিয়েছিল ।


Post a Comment

নবীনতর পূর্বতন