বিশ্বজিৎ দাসের কবিতা

অসাড় জীবনের যা কিছু থাকে


১.
শরীরের গর্তে কিছু জল
কিছুটা অতীত আর
বাকিটুকু
সর্বনাশের ছাপ, কেমনে হাতড়াই যে!

যা ছিল গোলমেলে, যা কিছু অসাড় ভেবে
এই জীবন কাটিয়েছি; সে
এখন পরীর চোখ দূর পাদদেশে...

২.
স্বপ্ন চুরি হলে শিরদাঁড়া ও মাংসের খাঁজে খাঁজে
অভূতপূর্ব শিকড় এক 
উপড়ে ফেলছে
আমারই নিহত কোনো ছায়া...

নারীর ভরের কাছে দুরছাই এই পড়ন্ত জানালা
চাও তো দেখে নিয়ো
সল্টলেক থেকে একটা বাসের অনুরাগ
পঁচিশ বছর আগে আলাপে উধাও!

৩.
এরপর হাড়মাংসে একটু পোশাক লাগিয়ে
বের হওয়া, একটু হাসির বিনির্মাণ
সংসার।

বিখ্যাত নাটকের সংলাপ নিয়ে চেষ্টা
কেইবা কম করছি কিন্তু পারছি কই? আর
ঘরে ঘরে রেললাইন, শরীরে গাছ
উঁচু হতে হতে একদিন
নিজেকেই বানিয়েছি প্রতিবন্ধী ক্ষুর!


Post a Comment

নবীনতর পূর্বতন