সেরে ওঠো বটগাছ
রিতা মিত্র

পুরোনো এক বিশাল বটগাছ
তার ডালে- ডালে হাজারও পাখির বাসা
কিছু পরিযায়ী পাখির দেখা মেলে মাঝে- মাঝে গাছের মগডালে।

পাখিদের আসা - যাওয়া চিরন্তন প্রক্রিয়া
মুক্ত গগন যে বড়ো হাতছানি দিয়ে ডাকে
তবুও আকাশে মাথা তুলে হাসে বটগাছ
ডালপালা দুলিয়ে আহ্বান করে নতুনের
ভালবাসা বিলিয়ে কেটে গেল কত পক্ষকাল
অক্লান্ত শরীরে করে যায় শব্দের লালনপালন
আচমকা অকালের বৈশাখী ঝড়
ভেঙে গেল প্রধান দু শাখা
অসহ্য যন্ত্রনা বুকের ভেতর
কেউ যেন জোরালো আঘাত হেনেছে শেকড়ে
হেলে পড়ছে বটগাছ, আমাদের আশ্রয় বিপন্ন
আমরা এক সুরে বলি' সেরে ওঠো বটগাছ'।
 

Post a Comment

নবীনতর পূর্বতন