১টি কবিতা
প্রভাত চৌধুরী

আমি যে কান দিয়ে 'আকাশভরা ' শুনি
ওই কান দিয়েই ' কাঞ্চনজঙ্ঘা ' দেখি
'কাঞ্চনজঙ্ঘা' দেখার জন্য আলাদা কোনো কান নেই
আর ঠিক এই কারণেই আমার দ্যাখার মধ্যে
প্রবেশ করে ফুল ফোটার শব্দ
আমি সেই গন্ধ অনুভব করি কান দিয়ে
আর নাক- কে পাঠিয়ে দিই প্রতিরক্ষা সংক্রান্ত     
সেমিনারে

কাজেই আমার দ্যাখার সঙ্গে অন্য ৫ জনের 
দ্যাখার একটা মৌলিক পার্থক্য থেকেই যায়

আর দ্যাখার পার্থক্য থাকলে লেখারও

07 . 05 . 2021  ♢ 09 .42 

Post a Comment

নবীনতর পূর্বতন