না দেখা সময়ের খসড়া এবং একটি চুক্তিপত্র
ময়ূখ হালদার 

সুতোর মাঞ্জা খসে গেছে 
ভোকাট্টা ঘুড়ি
নাভি থেকে যোনি পর্যন্ত নীল দাগ পেরিয়ে  
যে শিশুটি ভূমিষ্ট হবে 
তাকে স্বাগত জানাবার খসড়া তৈরি করছে প্রকৃতি

শেষ নক্ষত্রটি ঘুমিয়ে পড়েছে
পৃথিবী একটি হাওয়া মহল ছাড়া কিছু নয় 
এমনই চুক্তি স্বাক্ষরিত হয়েছে মহাশূন্যে
নৈ:শব্দ্যের পাঁজর ফাটিয়ে 
বেদখল আকাশে চিলেদের জমায়েত 
পরীক্ষার হলে মানবতার প্রশ্নফাঁস
প্রতিটি ছাত্র জানে অসহায়তার সংজ্ঞা

শেষ খবর পাওয়া পর্যন্ত 
আমরা মাটি খুঁড়ছি বিশ্রামের জন্য
আঁতুড়ঘরের দরজায় শঙ্খ নিয়ে দাঁড়িয়ে আছে পূর্বপুরুষদের ছায়া 
প্রচণ্ড গর্ভপাতের আশংকায় কেঁপে উঠছে হাত


1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন