প্রকৃষ্ট রূপে উজ্জ্বল
পৃথা চট্টোপাধ্যায়

সিঁড়ি ভাঙা অঙ্কের সমাধান সূত্রে হন্যে হয়ে
একদিন সন্ধ্যার আবছায়া সিঁড়ি হাতড়ে
কখন যে পৌঁছে গেছিলাম ৪৯,পটলডাঙা স্ট্রিট কবিতার সমাধানে সে এক বিস্ময়কর সত্য

নিজের হাতে গ্রিলগেট খুলে দিলেন উজ্জ্বল চোখে 
আশ্চর্য এক কবিতা মানব
বন্ধন অথচ মুক্তির আনন্দে পূর্ণ
তার মুক্তাখচিত হাসি ব্যালকনিতে ছড়িয়ে পড়েছিল
আর আমি কুড়িয়ে এনেছিলাম কবিতা
সেদিন রুফটপে নৈঋতের আকাশে ফুটেছিল
রাশি রাশি নীল তারার ফুল
কিছু ফুল স্নেহসিক্ত ভালবাসা হয়ে ঝরেছিল
আমার মাথায়, মেলে ধরা কবিতা খাতায় 

Post a Comment

নবীনতর পূর্বতন