Will power
চন্দ্রদীপা সেনশর্মা
আজ তাঁর সঙ্গে কথা হল। তাঁর কন্ঠস্বর।
হ্যাঁ, একটু দুর্বল, কিন্তু একইরকম সাহসী।
তাঁকে বললাম, আপনার সাহস আমাদের আশ্রয়।/
মনে জোর পাই। আপনি মনে জোর রাখুন।
কথা তখন কথা না, আত্মীয়তা।
বারান্দায় দাঁড়িয়ে আছি, অক্ষয় তৃতীয়ার
চাঁদ হেসে উঠছে খুশির ঈদে। অরব প্রার্থনা
একটি মন্তব্য পোস্ট করুন