সাক্ষাৎকার (২)

শীলা বিশ্বাস


প্রভাতদা’র ঘুম বাগানে অনেক প্রজাতির ফুল

গন্ধ তাদের পরিচয়


সেই ফুল প্রভাতদা চয়ন করে কাউকে উপহার দিলে

তার স্বপ্নেও একটা বাগান ফোটে


সেখানে ফুলেরা নিউরন কোষের মতো

সারা শরীর জুড়ে খেলে বেড়ায়


এখন যারা এদিকে ওদিকে উজ্জ্বল হয়ে ফুটে আছেন

তারা অনেকেই সেই ঘুম বাগানের


চুপি চুপি বলি, ফুলের সেই বিশেষ গন্ধ নাকি

কোনো ল্যাবরেটরীতে প্রস্তুত করতে পারছেন না বিজ্ঞানীরা


প্রভাতদা’র আংটির সাক্ষাৎকারের সময় কপিলাবস্তু থেকে উড়ে আসা


যে দুটি পাখির কথা জেনেছিলাম তারাই পারবে এই রহস্য ভেদ করতে


আংটির ভিতরে যে শব্দবিন্দু যুক্ত হয়েছিল


সেখানেই নাকি এর রহস্য লুকানো রয়েছে


আংটিটি কোনও মাছের পেটে লুকানো আছে কিনা তা জানার জন্য


একজন পারদর্শী ধীবরের সন্ধান শুরু হয়েছে

Post a Comment

নবীনতর পূর্বতন