ইনফিনিটি 

নিমাই জানা


একটি বোধের জন্য ৫৫০ বার জন্মগ্রহণ 


অবিনশ্বর সূর্য হেঁটে যায় নশ্বর জগতে, 

জিহ্বায় ফুটছে পদ্ম রেনু

তিনি উঠে এলেন কৃষ্ণ উপাখ্যান হয়ে


মাথার ভেতর অজস্র অহিংসার ভাগবত 

তিনি হেঁটে চলেছেন বোধিবৃক্ষের উৎসারিত আলোকে


পায়সান্ন আর তৃষ্ণা নিয়ে তিনি পরমাত্মাকে খুঁজে পান

এত আলো! শেকড়ের ভেতর জ্বলে উঠছে মহানির্বাণ ধ্যান আর চেতনা

বিন্দু বিন্দু নক্ষত্রেরা আমাদের দেহের ক্ষতকে নিরাময় করে তোলে 

অলৌকিক চেতনার অজস্র শলাকা জ্বালেন তিথি 

বিস্তৃত ভক্তি নিয়ে শুকনো পাতায় আলো হয়ে হাঁটছে আমাদের বিশ্বাস


মহানির্বাণের চন্দন ফোঁটায় সকল রঙিন দলমণ্ডল ছড়িয়ে দিচ্ছেন অনন্ত ভূগোল~

পরমাত্মা শ্বেত বস্ত্রের জোনাকি 

অজস্র নক্ষত্র বিন্দু থেকে নেমে এলেন 

সংসারে মুক্তি পেলেন সন্ন্যাস


আমাদের চোখে তখন বুদ্ধং শরণং গচ্ছামি 

অথবা 

লৌকিক অষ্টাঙ্গিক মার্গ

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন