রাত নামছে
 

প্রসাদ সিং

রাষ্ট্রীয় প্রতিশ্রুতি নিয়ে রাত নামছে 

আগামীকালের ভাতের কথা ভাবতে ভাবতে 

আবার ঘুমিয়ে পড়বো মহুলের নেশায় 


মহুল গাছটা বেসরকারীকরণ হলে পরে 

আমরা চুষে নেব একে অপরের রক্ত 

চেনা হয়ে যাবে মালিকের নুনের স্বাদ 


জীবনের ছাদ ছ্যাঁদা হয়ে 

নিয়মিত অশ্রুর বৃষ্টি চুঁইয়ে পড়ে 

রোজকারের মতো আবার আশার রাত নামছে 

                                  ~/~ 


আধুনিক কীর্তন

প্রসাদ সিং 


কীর্তন চলছে 

সুর টা ভোজপুরি আইটেম গানের 


শুনতে শুনতে রাধার প্রতি কার্মাত হয়ে পড়ি 

কৃষ্ণের সাথে যুদ্ধ হলেও হতে পারে 


কীর্তন চলছে 

সুর টা ভোজপুরি আইটেম গানের


1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন