১ টি কবিতা

প্রভাত চৌধুরী


রাত্রির শেষ প্রহরে যেসব পাখি ডেকে ওঠে

তাদের ডাকের স্বরবর্ণগুলির রং হলুদ

এই ধরনের বহুকথা গাঁওবুড়োদের গপ্পে শোনা যায়

                    কান পাতলে

কান পাতার সঙ্গে মাদুর-পাতার যে সূক্ষ্ম মানঅভিমানগুলি আমাদের জাগিয়ে রাখে

তাতে কেবলমাত্র পাখিদের ডাক-ই  শোনা যায়

দ্যাখা যায় না পাখির ঠোঁট কিংবা পালক


তবু পাখি ডাকে , পাখিদের ডাকতেই হয়

আর আমাদের কান জেগে থাকে বলে আমরা শুনি


03 .06. 2021 ♢ সন্ধে 6 টা 53


2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন