এগারোটি প্রদীপের জন্য আধ্যাত্মিক বাতাসের প্রয়োজন 

আগুন এইমাত্র নিভে গেল বোমাবর্ষণের প্রকাণ্ড  শব্দে
বর্ণমালার প্রতিটি অক্ষর উড়ছে পেন্সিল ঠোঁটের আঁচড়ে 
মা শব্দ এখন দেয়ালে দেয়ালে গ্রাফাইট কণিকা 
কমলা ভট্টাচার্য কতকগুলো চন্দন ফোঁটা নিয়ে বসে আছেন নাইটিংগেল শুশ্রূষা নিয়ে
এগারটি কফিনে ১৯ শে মে জীবিত কঙ্কাল হয়ে হাঁটছে আমাদের মণিকর্ণিকায়
জিভের উষ্ণ ভাষার জন্য রক্ত কেও মৃত ভাবতে পারি

বারাক উপত্যকার সাদা রঙের জ্যোৎস্না গুলো আমাদের ভূগোলকে পাল্টে দিয়েছে

(স্নায়ু আর  অক্ষরের জন্য)

Post a Comment

নবীনতর পূর্বতন