বসন্ত নির্মাণ

আফজল আলি 


ইতিহাস ভাঙা হয়ে এলে নিজস্ব বৈশাখে তুলে রাখি রঙ । 

আহা কী অপূর্ব 

যে নির্মাণ প্রাণের অন্তরে আমাকে জিজ্ঞাসা করে 

যেভাবে মানুষ স্বপ্ন প্রতিষ্ঠা করে

তেমন ভাবেই ভাবতে থাকো চেয়ার টেবিল কথা বলছে কিনা

এখন দরকার ইচ্ছে ব্যবহারের মালিকানা 

এই বসন্তে আবার ভ্রম থেকে তুলে আনব ভাষা

মানুষ যেমনটা চায় রক্তের ভিতর মাদল খুঁজতে

 বিদায়ের অংশে মনের ক্যালেন্ডার ছুটির সন্ধান করে

যা পেয়েছি তার চেয়ে আরো অন্য কিছু নতুন উপেক্ষা 

এখানে বসো , পুনরায় ভাবতে হবে একটা জীবন

কতটা সংগ্রামে কাটে

বলছিলাম কোকিল যদি কালো না হতো 

আর একটা অধ্যায় ছুটতে ছুটতে সময়ের বাস্তুভিটেয় ফাল্গুন থাকত সাদা 

তখন কি যত্ন করতে এমন ভাবে এই শরীর এই মন

Post a Comment

নবীনতর পূর্বতন