গাঁওবুড়োদের গপ্পো
প্রভাত চৌধুরী
৩॥
সিরিজের ৩ নম্বর কবিতায় এসে উপস্থিত হয়েছে
এক নীলতিমি
এক একজন গাঁওবুড়োর গপ্পো থেকে তাদের
তিমিশিকারের এক এক রকম উপাখ্যান শোনা যাচ্ছে , কোনো উপাখ্যান গভীর সমুদ্রের ভিতর
একটা আন্ডারপাস বানাতে চাইছে
অন্য একটি উপাখ্যানে একটা ভাঙা জাহাজের মাস্তুল
আসুন , আমরা সেই মাস্তুলের ওপর
খোদাই করা দৈব্যবাণীগুলির
পাঠোদ্ধারের চেষ্টা করি
একটি মন্তব্য পোস্ট করুন