নাসের হোসেন-এর আঁকা ছবি ও তাঁর লেখা ৩টে কবিতা

১) সম্পর্ক


সব নারীকেই পবিত্র মনে হয়

সব নারীকে।

আমাকে যে দিয়েছে এবং দেয়নি

সকলকে আমার রক্তাক্ত ভালোবাসা

              দিয়ে যেতে চাই।

কোনো সম্পর্কই সম্পর্ক নয়

শুধু এক উপলব্ধি, দহন।

বুকের ভিতর পুড়ছে ধূপগন্ধ

ধাক্কা মারছে শরীরে।

একটু পরেই দগ্ধ গলিত শব

ভেসে যাবে নীল দরিয়ায়।


সম্পর্ক বলে কিছু নেই

শুধু আছে ধূপগন্ধ। আর

একটা পাহাড়ের স্বপ্ন

যা মাঝে মাঝেই ধাক্কা দেয়, যেখান থেকে 

শেষ পর্যন্ত ছুড়ে দেওয়া হবে আমাকে

                            সমুদ্রের ফেনায়।



২) পাথরের চোখ


আমি আমার চোখের উপরে বসিয়ে নিয়েছি

আরো দুটি চোখ, পাথরের, স্বভাবতই সবকিছু দেখতে পাব বলে নয়,

আমি কোনোকিছু না দেখে কেবল

অনুভব করতে চাই, এই জোড়া দাঁত হাঁ করে অপেক্ষা করতে চাই

আজীবন; দেখা যাক পাই কিনা।

মানুষ, আমি তোমাদের কাছে আসছি, এখন

কেউ আমাকে পথ বলে দিও না, আমি চোখের উপরে

বসিয়ে নিয়েছি চোখ, পাথরের।



৩) আমার মা


আমি একইসঙ্গে বাঙালি ও আন্তর্জাতিক

কথাখানি বলে দেখলাম বুকের মধ্যে কীরকম

টনটন করে উঠল। আমেরিকার কানাডা।

এই কফিহাউসে সমস্ত কবি সাহিত্যিকদের আড্ডা।

সেদিন এক সাহেব ও এক নিগ্রো বন্ধুকে

বলছিলাম, আমি একইসঙ্গে বাঙালি ও আন্তর্জাতিক

বলার সঙ্গে সঙ্গে মনে হল বুকের মধ্যে কে যেন

কেঁদে উঠল, কে যেন বাচ্চাছেলেদের মতো অনবরত

ঝাঁপাই ঝুরতে লাগল :  

অনেকদিন দূরে আছি মা, অনেকদিন তোর মুখ দেখিনি।

স্কেচ - নাসের হোসেন

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন