লুট

অরূপ দত্ত

কয়েকটি কাক এসে
ঘিরে ধরলো
আমাকেই একটু একটু করে
আমার শরীর থেকে
তুলে নিল সমস্ত মাংস
নিরেট এবং আগ্রাসী
ঠোঁট দিয়ে তুলে নিল সব
পোকাগুলিকেই যা কিছু
তখনো জীবিত ছিল
সবই লুট করে নিল ওরা


একে একে
পান করলো আমার
শরীরের মর্মস্হলে
নিভৃতে থাকা প্রত্যেকটি
পাত্রের উষ্ণ রক্ত
তৃষ্ণা মিটে গেলে
ওপরে নিলো
আমার চোখগুলি
তারপর মেলে দিল
কালো
তাদের ডানাগুলিকে
একজন আরেকজনকে
ডাকতে ডাকতে
উড়ে গেল
প্রচন্ড গ্রীষ্মের
রৌদ্রের দিকে
আমার ধ্বংসের মধ্য দিয়েই
শুরু হলো ওদের চিৎকার
এবং উৎসব

Post a Comment

নবীনতর পূর্বতন