মাতাল অনুভব

আলো মিত্র

জানি না কীভাবে, অন্ধকার ছঁকে এলে, 

অসহায়

পাহাড় এক বুকের ভেতর 

ফঁড়ে ওঠে–স্থবির নিসর্গের

ম্লান হাসি 

শোনা যায় কখনো-সখনো

–ফুলে ওঠে বেলুনের মতো 

জটিল নিশ্বাস 

পাঁজরের খাঁজ থেকে চাপা স্রোত–

রক্তের চাপা অভিমানে 

ভিড় করে সারিসারি

অন্ধকার ঘিরে ধরে

–চেপে ধরে অসহায় পাহাড়–

বিষণ্ণ মৃত্যুর

বিষণ্ণ হলুদ চোখ

ডুবে যেতে যেতে

নদীর জলে এক থোকা ফুল 

ও পচা শব

আকাশ, মানুষ, 

মানুষের স্নায়ুতন্ত্রী–

উপদ্রুত জীবনের উদাসীন চুল

হাওয়ায়–হাওয়ায়–

কে যে কোথায় গড়িয়ে যায়, 

কীভাবে

কোনো এক সকালে ভাটফুলের জঙ্গল দ্যাখে 

মানুষদানবের ইস্পাতঋদয়

ভালোবাসার নীল স্রোতে 

নিজেকে খুলে ফেলে

আমি অনুভব করি

জীবনমাতালের নেশা….

(উন্মার্গ নং ১ থেকে) 

Post a Comment

নবীনতর পূর্বতন