এক ভীতুর গল্প

 সুভাষ ঘোষ

অনেকেই আমাকে ভীতু বলে---

আমি কখনও মেনে নিই---

কামরোগ আমার ভয়

নামরোগ আমার ভয়

'আমি' রোগ আমার ভয় -- ক্ষমতা রোগ

কামে অবশ রোগী এড়িয়ে যাই---

নামে অবশ রোগী এড়িয়ে যাই ।

আমিতে বশীভূত রোগী এড়িয়ে যাই--

বোসে বোসে রোগসুখ

উপভোগ করব -- সে উপায় নাই

আমার ফ্রেঞ্চ লিভ নাই--

ক্যাজুয়াল লিভ নাই


সিনথেটিক বীরের গল্প

অনেকেই আমাকে ভীতু বলে

আমি কখনো মেনেও নিই--

বীর আর মহাবীর সেই কবে ঢুকে গেছে বীরগাথায়--

নায়ক/মহানায়ক সেই কবে ঢুকে গেছে মহাকাব্যে--

মাঘ নিশীথে এই

বীর আর মহাবীর বীরগাথায়

ঘুম যায় -- নাক ডাকে

মাঘ নিশীথে নায়ক/মহানায়ক মহাকাব্যে

নাক ডাকে -- ঘুম যায়

আজ বীরের আদলে

যে চোস্ত বীর -- সিনথেটিক বীর আমাকে

ভীতু বলে -- আমি বল তাকে

পেন্নাম জনাব !

আদপ জনাব !

নায়কের আদলে যেসব

সিনথেটিক চোস্ত নায়ক আমাকে

ভীতু বলে -- আমি বলি তাকে

আদপ জনাব !

পেন্নাম জনাব !!

সিনথেটিক বীরগণ

ক্যাকটাস শুঁকতে শুঁকতে -- শুঁকতে শুঁকতে

কিচেন গার্ডেনে ঢুকে যায়

আমি গ্যাঁটের পয়সা গুনতে গুনতে -- গুনতে গুনতে

মাতালের টোলায় -- খালাসিটোলায়

ঢুকে যাই


জলাতঙ্ক

কতকত রকমের আতঙ্ক

প্লেগ আতঙ্ক--

দাঁতাল আতঙ্ক--

স্টোনম্যান আতঙ্ক--

জলাতঙ্ক

জলাতঙ্ক হলে কুকুরের লালা ঝরে -- জিব থেকে, জলাতঙ্ক রোগে আক্রান্ত কুকুরের

জিভ থেকে ঝরে লালা--

লালা ঝরে -- লালা ঝরে --

ঝরে লালা--

লালা ঝরা একটা উপসর্গ -- সিমটম -- উপসর্গ ওই দেখা দিলে বুঝতে হয় ওই কুকুরের

জলাতঙ্ক হয়েছে -- জলাতঙ্কে কুকুর পাগল ঘেয়ো ক্ষ্যাপা ঘেয়ো হয় -- ঘেয়ো কুকুর

ওই অন্য কুকুরকে কামড়ে দিলে সেও পাগল ঘেয়ো ক্ষ্যাপা -- জলাতঙ্ক রোগে

আক্রান্ত সে -- তার জিব থেকে তখন লালা ঝরে--

লালা ঝরে -- লালা ঝরে -- লালা ঝরে --

লালা ঝরা একটা সিমটম--

জলাতঙ্ক

কোনো কোনো মানুষের জিব থেকেও ঝরে লালা -- অবিরল/অনর্গল

জিব থেকে ঝরে -- ওই ঝরিত লালা ফলো করে কোনো লোক বলতেই পারে

মানুষটার জলাতঙ্ক হয়েছে -- যদি জলাতঙ্ক না হয় তাহলে বলে লোকে --

ওই জিব থেকে লালা ঝরা উপসর্গ ধরে মানুষটার অন্য রোগের কথা--

বলে

মানুষটার কামরোগ হয়েছে --

নামরোগ হয়েছে ---

আমিরোগ হয়েছে --

নামরোগ -- কামরোগ -- আমিরোগ মানুষের

কুকুরের নয়

কুকুরের শুধু ঝরা লালা থেকে চিহ্ণিত জলাতঙ্ক রোগ--

মানুষের নামরোগ কামরোগ জলাতঙ্ক রোগ---

মজা এই জলাতঙ্ক কুকুর থেকে অন্য কুকুর নিজেকে আলাদা করতে পারে না --

মানুষ পারে--

জলাতঙ্ক রোগী থেকে মানুষ নিজেকে আলাদা করতে পারে -- চাইলে

ঘেয়ো রোগী কামরোগী নামরোগী আমিরোগী থেকে মানুষ নিজেকে

আলাদা করতে পারে অথবা পারে না---

Post a Comment

নবীনতর পূর্বতন