একলা
মানসী বিশ্বাস 

১.

রামধনু পতাকা

মুহুর্তের জলীয় বাস্পে

মিশে যাচ্ছে ক্ষোভ...


২.

কলেজ লাইফ

অ্যাডিকশানে নীলছবি

বুড়িয়ে যাচ্ছে নিতম্ব!


৩.

মরু-পশু, 

আস্তাকুঁড়ের রাজপ্রাসাদে

শুকিয়ে গেছে ঠোঁট... 


৪.

বীণে আঠা

পাপাশ্রয়ী ছায়া ছোটে

ঘর আগলাতে...


৫.

আমার সমস্ত শরীর জুড়ে 

পালানোর চিহ্ন

যেকথা আর বলা সাজে না।


৬.

বৃষ্টির আড়ালে

ভেজা শরীরে 

ফুল সাজানোর গল্প...

Post a Comment

নবীনতর পূর্বতন